Wednesday, August 26, 2015

Touched by Angel 



দেবদূতের পরশ 
  
              আমরা , সাহসী নই
            আনন্দ হতে নির্বাসিত 
  একাকিত্বের গোপন গহ্বরে কুণ্ডলী পাকিয়ে থাকি  
       যতক্ষণ  না প্রেম আসে,   প্রেম তার পবিত্র 
                 সুউচ্চ মন্দির থেকে বেরিয়ে দৃশ্যমান হয় 
                 আমাদের  মুক্ত করে, জীবন দান করে । 

                   ভালবাসা আসে , তার সাথে আনে
                                                              অভূতপূর্ব আনন্দ , অতীতের মধুর                                                                            
      স্মৃতিমেদুরতা ,তীব্র অতীত বেদনার ইতিহাস 
  আমরা সাহসী হলে 
           প্রেম আমাদের  আত্মা কে মুক্ত করে 
                    ভীতির  শৃঙ্খল থেকে ,
                      আমরা সকল ভীরুতা হতে মুক্ত হই 
                                  
                    ভালবাসার উজ্বল আলোয় 

                    আমরা হয়ে উঠি সাহসী 
           সহসা হৃদয়ঙ্গম করি, প্রেম ই আমাদের 
              সর্বোচ্চ মূল্য , ভালবাসাই  চিরন্তন,
                              একমাত্র প্রেম ই সত্য ,

 যে  করে আমাদের বন্ধনমুক্ত।  
অনুবাদ --রত্নাবলী লাহিড়ী  সেনগুপ্ত             

Tuesday, August 18, 2015

Ananya Nari

Phenomenal woman -  A poem by Maya Angelou

অনন্যা নারী



সুন্দরী নারী  , জানো কি আমার গোপন কথা?
নই আমি অপূর্ব  সুন্দরী ,
 লীলায়িত  নয় আমার তনু ,মডেলের  মত
তবু যখন তাদের  আমি আমার কথা বলি  
তারা বিশ্বাস করেনা , ভাবে এ অসত্য  
আমি বলি 
এগুলো আমার সাধ্যের মাঝে ,হাতের মুঠোয় 
আমার নিতম্বের দোলায় ,
আমার প্রতি পদক্ষেপে 
আমার বাঙ্ময় অধরে 
আমি এক নারী 
বিস্ময় উদ্রেককারিনী   
সেই অনন্যা  নারী 
সে তো আমি!!

আমি কোনো ঘরে প্রবেশ করি 
বাতাসের মত  অক্লেশ হালকা পদক্ষেপে 
যে পুরুষের কাছে যাই হয় সে ত্রস্ত উঠে দাঁড়ায় , নয় 
নতজানু হয় আমার সামনে 
তারা আমাকে ঘিরে গুঞ্জন করে 
মৌচাকের মধুমক্ষিকাদের  মত। 
আমি গেয়ে উঠি 
এই যে  আমার চোখের আগুনে 
আমার সুগঠিত দন্ত রুচির ঝলকে 
আমার  কাঁকালের  দোলায় 
আমার সানন্দ পদসঞ্চারে 
বিশ্ময় উদ্রেক কারী 
আমি সে অনন্যা নারী। 
পুরুষের বিস্ময় আমি 
আমার মাঝে কি তারা দেখে !!
তারা বহু প্রচেষ্টার পর 
স্পর্শ করতে পারেনা আমার অন্তরের রহস্য 
আমি উন্মুক্ত করি কুহেলিকা ,
দেখতে পায়না ,পায়না তারা,  আমি মুখর হই 
এতো  আমার গ্রীবা ভঙ্গিমায় ,
আমার সূর্যালোকিত হাসিতে 
আমার বক্ষের আলোরণে 
আমার সুঠাম সুললিত বিভঙ্গে 
 আমি, সেই অনন্যা নারী 
সেই বিষ্ময়্কারিনি 
সেই আমি। 
এখন তোমরা বুঝেছ 
কেন আমার নত নয় মাথা 
আমাকে উচ্চ কন্ঠে বলতে হয়না 
আমার কথা 
অথবা আমাকে 
অকারণে হয়না  উচ্ছল হতে 
যখন তোমরা আমাকে দেখো 
 তোমাদের পাশে যেতে ,
  তোমাদের গর্বিত হওয়া উচিত আমাকে দেখে,আমি বলে উঠি 
এতো  আমার বলিষ্ঠ পদক্ষেপে 
আমার কেশবিন্যাসে 
আমার করপল্লবে 
আমার যত্নের প্রয়োজনে 
কারণ আমি নারী 
বিষ্ময়্কারিনি 
 সেই অনন্যা রমনী 
সে যে আমি 

অনুবাদ --রত্নাবলী (লাহিড়ি) সেনগুপ্ত 

Khanchar Pakhi

Caged Bird - a poem by Maya Angelou

খাঁচার পাখি


মুক্ত বিহঙ্গ তার পঙ্খ মেলে দেয় 
বাতাসে র স্রোতে,  ভাসিয়ে দেয় নিজেকে 
যতক্ষণ স্রোতে ভাসা  যায় 
তারপর তার পাখা ডুবিয়ে দেয় সুর্যের রক্তিম রং এ 
যেন বলে ওঠে  এ আকাশ আমার। 

কিন্তু যে পাখি অক্লান্তে  হাঁটে 
শুধু তার ক্ষুদ্র খাঁচায় , 
খাঁচার গরাদের স্বল্প পরিসরে 
 সামান্যই বাহিরে  দেখা যায় 
তার ডানা ছাঁটা , পায়ে আছে বেড়ি 
গাইতে চায় সে , কন্ঠ  ছেড়ে। 

খাঁচার পাখি গায় ,ভয়ার্ত আকুল তার সুর 
অজানা অদেখা কত কিছু ,
তার লাগি আকুল ব্যাকুল কন্ঠ 
তার সুর শোনা যায় 
দূরে  ওই পাহাড়ের গায়ে ,

সে যে খাঁচার পাখি 
মুক্তির গান গায়। 

মুক্ত পাখি , অন্য বাতাসের কথা ভাবে 
যে সুবাতাস , ধীরে  বয়ে  যায় গাছের পরে 
ফেলে মৃদু শ্বাস ,
আর ভাবে সেই ভোরের উজ্জল আলোয় 
প্রান্তরে সেই সুস্বাদু স্বাস্থ্যবান  কীট 
রয়েছে তার অপেক্ষায় , 
সে আকাশকে নিজের ভেবে নেয়। 

পিঞ্জরের পাখি দাঁড়িয়ে তার স্বপ্নের সমাধির পাশে 
তার ছায়া করে ভয়ার্ত দুঃস্বপ্নের আর্তনাদ 
তার পাখার পালক ছাঁটা , তার পায়ে শৃঙ্খল ,
তাই সে কন্ঠ ছাড়ে , গায় গান। 

পিঞ্জরের পাখি গায় 
ভয়ার্ত আকুল সুরে অজানা অদেখা কত কিছু 
তার আকাঙ্খায় ,
তার গান শোনা যায় 
দূরে  ওই পাহাড়ের গায়ে 
কারণ সে যে পিঞ্জরের পাখি, 
সে মুক্তির গান গায়। 

Abhyuththan

http://www.poemhunter.com/poem/still-i-rise/
Still I Rise - A poem by Maya Angelou,

আমি আবার উঠে আসব 


তুমি আমাকে তোমার মিথ্যা ইতিহাসের পাতায়
ধুলি ধূসরিত করতে পার । 
কিন্তু ধূলিকণার  মতই আমি আবার উঠে দাঁড়াব ।

আমার উন্নাসিকতা তোমাকে ব্যথিত করে ?
কেন তুমি  নিজ দুঃখে বিলিন ?
কারণ , আমার সবল পদক্ষেপ দেখে, তুমি ভাব 
আমার কাছে আছে বহুমুল্য তেলের খনি
আমারি নিজের ঘরে ? 

চন্দ্র সূর্যের মত স্থিরতায় 
জোয়ার ভাঁটার নিয়মানুবর্তিতায় 
আশার  উত্থানের মত 
আমি আবার উঠে আসব ।

 আমাকে ভগ্ন হৃদয় দেখতে চাও? 
ভূলুণ্ঠিত নত মস্তক , বিনত চক্ষু ?
আশ্রু ধারার মত নত স্কন্ধ 
অন্তরের ক্রন্দনে বিহবল ? 

আমার দর্প  কি তোমাকে আহত করে ?
তুমি  এতে আঘাত পাও, কারণ 
আমি যখন হাসিতে মুখর হয়ে উঠি '
ভাব ,যেন আমার ঘরের পিছনে আছে  সোনার খনি ।

তুমি আমাকে তোমার তিক্ত বাক্যবাণে বিদ্ধ করতে পার 
 করতে পার খর দৃষ্টিতে আমাকে দগ্ধ, 
 তোমার ঘৃণায় আমাকে করতে পাও জর্জরিত ।
কিন্তু , বাতাসের মত আবার আমি উঠে আসব ।

 তোমাকে ব্যথিত করে আমার যৌনতা  ? 
তোমার কাছে এ এক বিস্ময়  অসীম !!
আমার  উচ্ছল নৃত্যে তোমার ভাবনা ,
আমার গোপন  অঙ্গে খচিত আছে  হিরক মানিক ।

ইতিহাসের গোপন লজ্জার গহ্বর থেকে
আমি  উঠে আসি 
অতীতের  গহন বেদনা থেকে 
আমার উত্থান ।
আমি সেই অশান্ত বিস্তৃত  উচ্ছল কৃষ্ণ  সমুদ্র ,
জোয়ারে ফেনিল উদ্বেল 
  নিকষ রাত্রির বিভীষিকা কে পিছনে ফেলে 
আবার আমার উত্থান  । 
ঊষার সুস্মিত স্ফটিক আলোয় 
আমি উঠে আসি 

পূর্বজদের উপহার নিয়ে আসি , 
আমি দাশেদের  সেই স্বপ্ন আর আশা 
আমি উঠে আসি 
আমি উঠে আসব
আমি উঠে আসব ।